Thursday, 20 June 2013

YouTube থেকে কোনও সফটওয়ার ছাড়া ভিডিও ডাউনলোড করুন।

আজ আমি আপনাদের YouTube থেকে কোনও সফটওয়ার ছাড়া কীভাবে
ভিডিও ডাউনলোড করবেন তা দেখাতে যাচ্ছি।
১)প্রথমে ইউটিউব এ পছন্দের ভিডিও খুলুন।
২)ব্রাউজারের উপরে ভিডিও লিঙ্কটাতে  যান।

৩)youtube.com/.... জায়গায় লিখুন 10youtube.com/....।

৪)enter দিন। একটা অন্য লিঙ্ক খুলবে।

৫)সেখানে ডাউনলোড অপশন এ ক্লিক করুন।
৬)কিছুক্ষণ অপেক্ষা করুন।দেখবেন ভিডিও টার বিভিন্ন quality দেখাবে।
৭)নিজের পছন্দের quality টির ডাউনলোড অপশন এ ক্লিক করুন।

৮) ব্রাউজার বা ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করুন।

আশা করি টিউন টি আপনাদের কাজে লাগবে। এটি আমার প্রথম টিউন।
তাই ভুল হলে ক্ষমা করবেন।
বি.দ্র.-সাধারনত হাই quality ভিডিওগুলি ডাউনলোড ম্যানেজার অটোমেটিক  ক্যাপচার করে না। কিন্তু এভাবে হাই quality ভিডিওগুলিও সহজেই ডাউনলোড করা যায়।

No comments:

Post a Comment