Saturday, 22 June 2013

৬০ টি ফ্রি ডোমেইন / সাব ডোমেইন এর তালিকা

বর্তমানে ইন্টারনেটে কয়েকশত ওয়েবসাইট পাওয়া যাবে যারা ফ্রিতে ডোমেইন কিংবা সাব-ডোমেইন দিয়ে থাকে। কিন্তু তাদের মধ্যে গুটি কয়েক সাব-ডোমেইন প্রোভাইডারই ভালো সার্ভিস দিয়ে থাকে। আজকের পোস্টে এমন ৬০টি সাব-ডোমেইন প্রোভাইডার ও সাব-ডোমেইনের তালিকা তুলে ধরবো যেখান থেকে আপনি ফ্রিতে সাব-ডোমেইনতো পাবেনই পাশাপাশি পাবেন ভালো একটি সার্ভিস। তবে অনেকে আমাকে একটি প্রশ্ন করে থাকেন যে, যখন ব্লগার, ওয়ার্ডপ্রেস কিংবা ব্লগ.কম এর মতো ব্লগ প্রোভাইডার আছে তখন আমি কেনো সাব-ডোমেইন ব্যবহার করবো। তাদের জন্য বলবো যে এসব সাব-ডোমেইনগুলো আপনাকে ছোট একটি ইউআরএল যেমন co.cc অথবা .tk দিবে যা এই সাইটগুলোর বড় ইউআরএল (.blogspot.com or .wordpress.com) থেকে হাজার গুণে ভালো। পাশাপাশি সাব-ডোমেইনগুলো আপনাকে DNS সুবিধাও দিবে। তাহলে চলুন তালিকাগুলো দেখে নেই।

১. net.tc
২. eu.tc
৩. us.tc
৪. uk.tc
৫. co.uk.tc
৬. me.uk.tc
৭. org.uk.tc
৮. au.tc
৯. com.au.tc
১০. pro.tc
১১. shop.tc
১২. edu.tc
১৩. int.tc
১৪. de.tc
১৫. at.tc
১৬. co.at.tc
১৭. ch.tc
১৮.it.tc
১৯. es.tc
২০. ru.tc
২১. ua.tc
২২. se.tc
২৩. dk.tc
২৪. be.tc
২৫. no.tc
২৬. pl.tc
২৭. bg.tc
২৮. cz.tc
২৯. hu.tc
৩০. ie.tc
৩১. mx.tc
৩২. br.tc
৩৩. com.br.tc
৩৪. net.br.tc
৩৫. org.br.tc
৩৬. biz.br.tc
৩৭. info.br.tc
৩৮. etc.br.tc
৩৯. hk.tc
৪০. kr.tc
*** ১ – ৪০ পর্যন্ত প্রদত্ত এই সাব-ডোমেইনগুলো রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
৪১. fr.ms
৪২. net.ms
৪৩. info.ms
৪৪. us.ms
৪৫. shop.ms
৪৬. au.ms
৪৭. com.au.ms
৪৮. de.ms
৪৯. fr.ms
৫০. cn.ms
৫১. hk.ms
৫২ br.ms
৫৩. com.br.ms
৫৪. net.br.ms
৫৫. org.br.ms
৫৬. biz.br.ms
৫৭. info.br.ms
*** ৪১-৫৭ পর্যন্ত প্রদত্ত এই সাব-ডোমেইনগুলো রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
৫৮ .tk
৫৯. co.cc (সর্বাধিক ব্যবহৃত সাব-ডোমেইন হলেও এর অবৈধ ব্যবহারের কারণে গুগল এটি ব্যান করে দিয়েছে)।
৬০. co.tv
*** ৫৮-৬০ পর্যন্ত প্রদত্ত এই সাব-ডোমেইনগুলো রেজিস্ট্রেশন করতে এগুলোর নামের উপর ক্লিক করুন।

No comments:

Post a Comment