Saturday, 22 June 2013

এবার স্ক্রিন শট নিন আপনার এন্ড্রয়েড ফোনের রুট ছাড়াই । ১০০% পরীক্ষিত ।

সরাসরি কাজের কথায় আসি । আমি অয়াল্টন প্রিমো ইউজার । ফোন কেনার পর আমার মন খারাপ হয়ে গেছিলো যখন প্রিমো তে হটকি ব্যাবহার করে স্ক্রিনশট নিতে পারছিলাম না ।মূলত এন্ড্রয়েডএ পাওয়ার বাটন+ভলিউম ডাউন বাটন প্রেস করলে স্ক্রিন শট পাওয়া যায় ।
কিন্তু প্রিমো সহ কিছু সেটে এভাবে কাজ করে না । আবার রুট করতেও ভয় লাগে নতুন মোবাইল যদি কিছু হয়ে যায় !!!
যাইহোক পরে গুগলে ঘাঁটাঘাঁটি করে একটা টিপস পেলাম , এবং টিপস টি ব্যাবহার করে আমার সেটের নিচের স্ক্রিন শট টি নিলাম । এবং আরো ব্যাবহারকারির
উপকার হতে পারে ভেবে এইটা আপনাদের মাঝে শেয়ার করতে বসলাম ।


স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে যা করা লাগবে। 
১ প্রথমে এখান থেকে এই এপ্স টি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করুন (Download .apk) । (কোন রুটের প্রয়োজন নেই )
২ তারপর প্রয়োজন হবে একটি কম্পিটার এর এজন্য কম্পিটার আপনার না থাকলেও হবে কারণ প্রয়োজন হবে মাত্র একবার  তাই আপনি কাজটা সাইবারক্যাফ বা বন্ধুর কম্পিটার থেকে সেরে নিতে পারেন ।
৩ এবার এই এপ্স টি ডাউনলোড করে পিছি তে ইন্সটল করুন (Download .exe )।
৪ এবার USB ক্যাবল দিয়ে পিছির সাথে ফোন টি কানেক্ট করুন ।
৫ এবার আপনার ফোন USB debugging এনাবেল করুন (Setting>Applications>Development>USB debugging এ টিক চিহ্ন দিন )
৬ এবার পিছিতে কানেক্ট থাকা অবস্থায় আপনার ফোন রিস্টার্ট দিন ,এবং পিছি থেকে screenshot It ওপেন করুন কিছুক্ষন অপেক্ষা করে এনাবেল অপশন পাবেন নিচের ছবির মত এনাবেল করে দিন ।
এবার ফোন পিছি থেকে ডিসকানেক্ট করে দিন।
এবং ফোনে ইন্সটলকৃত No Root screenshot এপ্স টি ওপেন করে ইচ্ছে মত স্ক্রিন শট নিন । এবং তা শেয়ার করুন ব্লুটুথ,মেইল ,ফেসবুক,ল্যান এবং অন্যান্য সকল থার্ড পার্টি এপ্স দিয়ে ।
আমি প্রিমো তে পরিক্ষা করেছি , এই টিউন টি আপনার ফোনে কাজ করলে কমেন্ট করতে ভুলবেন না ।
লিখালিখির অভ্যাস খুব কম । যেকোন প্রকার ভুলের জন্য অগ্রিম ক্ষমা পার্থি ।

No comments:

Post a Comment