অনেকদিন ধরেই হুয়াই এর নতুন ফ্লাগশিপ স্মার্টফোন ‘অ্যাসেন্ড পি৬’ নিয়ে খবর বেরোচ্ছে বিভিন্ন প্রযুক্তি পোর্টাল গুলোতে। এরমধ্যেই এর স্পেসিফিকেশন এবং ছবি প্রকাশ পেয়েছে এবং আপনাদেরও তা জানিয়েছি আমরা। পূর্বের সকল তথ্যই ছিল আন-অফিশিয়াল ভাবে পাওয়া। তবে এবার হুয়াই নিজেই ঘোষনা দিল বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন অ্যাসেন্ড পি৬ এর।
হুয়াই অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনটিতে থাকছে ইন-সেল এলসিডি প্রযুক্তির ৪.৭” এইচডি (৭২০*১২৮০ পিক্সেল) ডিসপ্লে। ডিসপ্লেতে আরো আছে ম্যাজিক টাচ প্রযুক্তি যার ফলে গ্লাভস পরেও নিয়ন্ত্রন করা যাবে এর ডিসপ্লে। ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর চালিত ডিভাইসটিতে র্যাম আছে ২ গিগাবাইট এবং রম ৮ গিগাবাইট যা আরো বাড়ানোর সুযোগ থাকছে মেমোরি কার্ড এর মাধ্যমে। অ্যান্ড্রয়েড ৪.২.২ এর সাথে ডিভাইসটিতে থাকছে হুয়াই এর ইমোশন ইউজার ইন্টারফেস। এর ৪ সেমি ম্যাক্রো লেন্স, এফ২.০ অ্যাপারচার এবং বিএসআই সেন্সর সহ ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডি (১০৮০ পি) ভিডিও ধারণ করা যাবে। পাশাপাশি সেকেন্ডারি ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল। এতে আরো থাকছে অটোমেটেড ডিসকন্টিনিউয়াস রিসেপশন (ADRX) এবং কুইক পাওয়ার কন্ট্রোল (WPC) ব্যাটারি অপটিমাইজেশন প্রযুক্তিসহ ২,০০০ এমএএইচ ব্যাটারি। আর ডিভাইসটির পুরুত্ব মাত্র ৬.১৮ মিলিমিটার যা সকল স্মার্টফোনের পুরুত্বের মধ্যে সর্বনিম্ন। তবে ডিভাইসটি ৪জি এলটিই সমর্থন করে না ফলে ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে কেমন ব্যাবসা করতে পারবে তা নিয়ে কিছুটা সন্দেহ থেকে যাচ্ছে।
হুয়াই অ্যাসেন্ড পি৬ এর স্পেসিফিকেশন
হুয়াই অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনটিতে থাকছে ইন-সেল এলসিডি প্রযুক্তির ৪.৭” এইচডি (৭২০*১২৮০ পিক্সেল) ডিসপ্লে। ডিসপ্লেতে আরো আছে ম্যাজিক টাচ প্রযুক্তি যার ফলে গ্লাভস পরেও নিয়ন্ত্রন করা যাবে এর ডিসপ্লে। ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর চালিত ডিভাইসটিতে র্যাম আছে ২ গিগাবাইট এবং রম ৮ গিগাবাইট যা আরো বাড়ানোর সুযোগ থাকছে মেমোরি কার্ড এর মাধ্যমে। অ্যান্ড্রয়েড ৪.২.২ এর সাথে ডিভাইসটিতে থাকছে হুয়াই এর ইমোশন ইউজার ইন্টারফেস। এর ৪ সেমি ম্যাক্রো লেন্স, এফ২.০ অ্যাপারচার এবং বিএসআই সেন্সর সহ ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডি (১০৮০ পি) ভিডিও ধারণ করা যাবে। পাশাপাশি সেকেন্ডারি ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল। এতে আরো থাকছে অটোমেটেড ডিসকন্টিনিউয়াস রিসেপশন (ADRX) এবং কুইক পাওয়ার কন্ট্রোল (WPC) ব্যাটারি অপটিমাইজেশন প্রযুক্তিসহ ২,০০০ এমএএইচ ব্যাটারি। আর ডিভাইসটির পুরুত্ব মাত্র ৬.১৮ মিলিমিটার যা সকল স্মার্টফোনের পুরুত্বের মধ্যে সর্বনিম্ন। তবে ডিভাইসটি ৪জি এলটিই সমর্থন করে না ফলে ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে কেমন ব্যাবসা করতে পারবে তা নিয়ে কিছুটা সন্দেহ থেকে যাচ্ছে।
হুয়াই অ্যাসেন্ড পি৬ এর স্পেসিফিকেশন
- ৪.৭" এইচডি (৭২০*১২৮০ পিক্সেল) ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে
- ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
- ২ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট রম, মেমোরি কার্ড সাপোর্ট
- ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১০৮০ পি ভিডিও রেকর্ডিং
- ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অটো ফেসিয়াল ইনহ্যান্সিং ক্যাপাবিলিটি
- ৬.১৮ মিলিমিটার পুরুত্ব, ১২০ গ্রাম ওজন
- অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন, ইমোশন ইউআই
- ৩জি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস
- ২,০০০ এমএএইচ ব্যাটারি
No comments:
Post a Comment