Showing posts with label Adsense. Show all posts
Showing posts with label Adsense. Show all posts

Tuesday, 24 September 2013

যে সাতটি কারণে গুগুল এডসেন্সকে পছন্দ করি না।


অনলাইন বিজ্ঞাপণে গুগল এডসেন্সকে অনলাইন বিজ্ঞাপণের রাজা বললেই ভুল হবে না । কিন্তু ৭টি কারণে আমি গুগল এডসেন্সকে পছন্দ করি না।

১. কম ক্লিক রেট সিপিসি(Low cost per Click)
গুগুলের ক্কিক রেট খুবই কম, যদি আপনি আমেরিকা (USA) কিংবা ওয়েষ্টার্ন ইউরোপ এর নাকগরিক না হন। তাহলে বড় ধরণের আয় করা খুবই কঠিন। অসম্ভব প্রায়। এক্ষেত্রে ইন্ডিয়ান ব্লগার ব্যতিক্রম। উন্নত দেশগুলোর ক্লিক (CPC) রেট ১ ডলার থেকে ২ ডলার কখনো আরো বেশী। কিন্তু আমাদের মতো দেশে CPC রেট ০.০১ থেকে ০.০৫ ডলার পর্যন্ত।