স্যামসাং এর গ্যালাক্সি নোট ৮.০ এর দাম ও কবে থেকে পাওয়া যাবে তার ঘোষণা দিল।
স্যামসাং এর ৮ ইঞ্চি ট্যাবলেট মার্কেটে আসছে জুনের ২১ তারিখ এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯৯ ডলার। সাথে যোগ হয়েছে ২ বছরে কনট্রাক্ট সুবিধা। তবে কেউ যদি এই প্যাকেজের সাথে স্মার্টফোন ক্রয় করে তাহলে গ্যালাক্সি নোট এর দাম পড়বে মাত্র ১৯৯ ডলার।
গ্যালাক্সি নোট ৮.০ এর ফিচার:
১২৮০x৮০০ পিক্সেল স্ক্রীন
১.৬ গিগাহার্জ A9 কোয়াড কোর প্রসেসর
৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
র্যাম ২ গিগাবাইট
১৬ অথবা ৩২ গিগাবাইট স্টোরেজ স্পেস (মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বর্ধিত করা সম্ভব)
ট্যাবলেট টি চলবে অ্যান্ড্রয়েড ভার্সন ৪.১.২ তে এবং এতে রয়েছে ওয়াইফাই, জিপিএস এবং ৪৬০০ mAh ব্যাটারী।
গ্যালাক্সি নোট ৮.০ এর ফিচার:
১২৮০x৮০০ পিক্সেল স্ক্রীন
১.৬ গিগাহার্জ A9 কোয়াড কোর প্রসেসর
৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
র্যাম ২ গিগাবাইট
১৬ অথবা ৩২ গিগাবাইট স্টোরেজ স্পেস (মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বর্ধিত করা সম্ভব)
ট্যাবলেট টি চলবে অ্যান্ড্রয়েড ভার্সন ৪.১.২ তে এবং এতে রয়েছে ওয়াইফাই, জিপিএস এবং ৪৬০০ mAh ব্যাটারী।
No comments:
Post a Comment