Friday, 21 June 2013

গুগল Adsense Accounts সেটআপ করার নিয়ম

Google Adsense Check

Step #1
প্রথমে Click here ক্লিক করে Adsense এর home page এ যান।
Click Sign Up Now.
Registration Page আসবে, এই খালি গড়গুলো সতর্কতার সাথে পূরণ করুন।
ছবিতে না দেখা গেলে, SAVE করে নিন, ZOOM করে বর করে দেখুন।
আপনার অ্যাকাউন্ট পূরণ শেষ।
Step #2
এরপর ৩/৪ দিন অপেক্ষা করতে হবে, এর মধ্য Google আপনার e-mail account এ e-mail পাঠাবে, e-mai এ আপনাকে বলে দিবে আপনার ব্লগ approved হয়েছে নাকি approved হয়নাই।
আপনার অ্যাকাউন্ট approved হলে এবার আপনার Adsense এর হোম পেইজ এ যান।
তার পর click Adsense setup.
তার পর Adsense for content>Click continue> Select format, colour>Click continue>Again click continue>Give a name>Click submit and get code.
 Step #3
এখন একটি box  দেখতে পাবেন, এই বক্স এ আপনার অ্যাড এর কোড থাকবে।
সবগুলো code কপি করুন.
Step #4
এখন আপনার http://www.Blogger.com এ ইউজার নেইম, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
Design–> Layout –> Add a gadget –> HTML Java Script. এখানে কপি করা কোড গুলো paste করুন.
তার পরে click save.
আপনার Google Adsense পাবলিশ করা হয়েগেছে। আপনার ব্লগ এর পেইজ এ ৩ জায়গার বেশি Google Adsense পাবলিশ করবেননা। 
আপনার কাজ শেষ।
আশাকরি আপনারা ব্লগ এ Google Adsense পাবলিশ করা হয়েগেছে । কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

No comments:

Post a Comment