Thursday, 20 June 2013

৮,৫০০ টাকায় ম্যাক্সিসের ৭" স্ক্রিনের ২জি ট্যাব 'T25 Antacid'

মাত্র ৬,৫০০ টাকায় ৭" স্ক্রিনের ট্যাবলেট বাজারে এনে চমক সৃষ্টি করেছিল ম্যাক্সিস। তবে ট্যাবটি বাজারে কতটুকু প্রভাব ফেলতে পেরেছিল সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এবার ম্যাক্সিস বাজারে আনল ৭" স্ক্রীনের নতুন একটি ট্যাব T25 Antacid। স্বল্পমূল্যের এই ট্যাবটি ডুয়েল সিম (২জি) সুবিধা সম্পন্ন অর্থাৎ সিম কার্ডের মাধ্যমে কথা বলা এবং ইন্টারনেট ব্যাবহার করা যাবে ট্যাবটিতে। maxis_t25_640.jpg
ম্যাক্সিসের দেওয়া তথ্য অনুসারে তাদের নতুন এই ট্যাবটিতে আছে ৭" ক্যাপাসিটিভ গরিলা এলসিডি টাচ ডিসপ্লে। তবে ডিসপ্লেটির রেজুলেশন জানা যায়নি। এছাড়া আছে ১.৫ গিগাহার্টজ প্রসেসর এবং ৫১২ মেগাবাইট র‍্যাম। ইন্টারনাল স্টোরেজ আছে ৪ গিগাবাইট সাথে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যাবহারের সুবিধা। ডুয়েল সিম সুবিধার এই ট্যাবটিতে দুইটি ২জি সিম কার্ড ব্যাবহারের পাশাপাশি মডেমের মাধ্যমে ৩জি ও ব্যাবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন চালিত ডিভাইসটিতে রেয়ার ক্যামেরা আছে ২ মেগাপিক্সেল এবং ভিডিও কল করার জন্য সামনে আছে ভিজিএ ক্যামেরা। এতে ব্যাটারি দেওয়া হয়েছে ৩০০০ এমএএইচ ক্ষমতার। ট্যাবটিতে আরো আছে ওয়াইফাই, ব্লুটুথ এবং এইচডিএমআই সাপোর্ট সুবিধা।
ম্যাক্সিস তাদের T25 Antacid ট্যাবটির মূল্য নির্ধারন করেছে ৮,৫০০ টাকা। স্পেসিফিকেশন অনুসারে মূল্য বেশ আকর্ষনীয়।

No comments:

Post a Comment