বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করে সবাই ভাল আছেন! আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ কয়েকদিন যাবত আপনাদের থেকে দূরে ছিলাম,
দূরে থাকতে ভাল লাগছিলনা তাই আবার আপনাদের কাছে ফিরে এলাম, এবং সাথে একটি গুরত্তপূর্ণ টিউটোরিয়াল নিয়ে, বলুনতো
কে না চায় যে তার একটি ওয়েব সাইট থাকুক? হাঁ ওই রকমই আমি আজ আপনাদেরকে দেখাব
কিভাবে ব্লগার ডট কমে একটি পূর্ণাঙ্গ ব্লগ সাইট তৈরি করবেন। জানি এ বিষয়ে এর আগে অনেক পোস্ট হয়েছে, কিন্তু কোন টিউনার পূর্ণাঙ্গ টিউটোরিয়াল
উপস্থাপন করেননি, কারন অনেকেই শুধু ব্লগ সাইটটি কিভাবে তৈরি করা যায় সেই টিউটোরিয়ালটি দেখিয়েছেন। আমরা সবাই জানি একটি ব্লগ তৈরি করে
দেওয়া মানেই একটি পূর্ণাঙ্গ ব্লগ তৈরি করা নয়, কারন একটি ব্লগে অনেক গুলো কাজ করতে হয় যেমন= সাইটের ফন্ট সাইজ/ফিক্সেল কমানো বাড়ান,
টেম্পলেট চেঞ্জ/কাস্টমাইজ করা প্রয়জনের সময়, টাইটেল চেঞ্জ করা, ব্লগে বিভাগ তৈরি করা, পেজ তৈরি করা, কমেন্ট মডারেশন করা, এডালট প্লেট yes. no
করা ইত্যাদি ছাড়াও আরও অনেক অনেক কিছু, যেগুলো একটি ব্লগকে পূর্ণাঙ্গ রুপ দিতে পারে। মাফ করবেন মূল কথা না বলে অনেক বক বক করে ফেলেছি।
আসলে আমি আপনাদেরকে ওই রকমই মানে একটি পূর্ণাঙ্গ ব্লগ সাইট তৈরি করার টিউটোরিয়াল দেখাতেই এত বক বক। চলুন এবার শুরু করা যাক
ব্লগ সাইট তৈরির পর্ব, তার জন্য প্রথমে আপনার একটি “জি মেইল” একাউনট লাগবে, gmail.com
এ ক্লিক করে একাউনটটি করে নিন নিচের ফরমটি পুরন করে…
আপনার জি মেইল একাউনটটি কমপ্লিট হওয়ার পরে blogger.com এ ক্লিক করুন, তারপর id ও password দিয়ে লগ ইন করুন………
এবার আপনি new blog এ ক্লিক করুন নিচের মত…………………………………………………………………………………………
এরপর title এ লিখুন আপনার ব্লগ টাইটেল অর্থাৎ আপনি আপনার ব্লগ কে কি নামে দেখতে চান, এবং address এ লিখুন আপনার ব্লগের URL
মাণে আপনার ব্লগের ঠিকানা, তবে মনে রাখবেন আপনি URL যাই লিখুন না কেন, আপনার URL এর শেষে দিয়ে blogspot.com লিখা থাকবে।
এরপর টেম্পলেট থেকে আপনার পছন্ধ মত যে কোন একটি টেম্পলেট নির্বাচন করে নিচে create blog এ ক্লিক করুন, নিচে দেখুন………………
ব্যাস তৈরি হয়ে গেল আপনার একটি ওয়েব সাইট। এবার আপনি আপনার ব্লগের URL টি ব্রাউজারে লিখে এনটার চাপুন, এবং দেখুন আপনার
তৈরি করা ওয়েব সাইটটি ওপেন হয়ে গেছে।
মোবাইলে কি কাজটা হবে??
ReplyDeleteএটাতো পূর্ণাঙ্গ টিউটোরিয়াল হলো না।
ReplyDelete