Wednesday, 19 June 2013

কোন রকম কোডিং না জেনেও তৈরি করে নিন ‘ভিডিও গেম’

ভিডিও গেম তৈরি করতে চান? খুব ভাল। প্রথমে কোডিং শিখুন এরপর বসে যান গেম তৈরির কাজে। অথবা, আপনি কোডিং সম্পর্কে তেমন ধারনা রাখেন না? তাহলে আর চিন্তা না করে ‘পিক্সেল প্রেস’ এর তৈরিকৃত বিশেষ গেম তৈরির অ্যাপ এর সহযোগিতা নিতে পারেন।

এ জন্য আপনার দরকার হবে একটি পেন্সিল, গ্রাফ পেপার এবং সাথে একটি আই-প্যাড অথবা আইফোন।
আপনি গ্রাফ পেপারে পেন্সিল দিয়ে ইচ্ছে মত কোন একটি কাহিনীর আবহে স্কেচ(sketch) বা নকশা আঁকুন।
এরপর আপনার আইপ্যাড অথবা আইফোনটির ক্যামেরা ব্যবহার করে পিক্সেল প্রেস এর ‘proprietary character recognition’ প্রযুক্তির সাহায্যে আপনি যে স্কেচ বা নকশা এঁকেছেন সেটি কনভার্ট করে গেমের উপযোগী গ্রাফিক্সে রূপদান করে নিন।
‘পিক্সেল প্রেস’ এর নির্মাতা রবিন রেথ বলেন, শৈশবকাল থেকেই তিনি এবং তার বন্ধুরা সুপার মারিও এবং মেটরইড এর মত গেম গুলো অনেক পছন্দ করত আর সেই গেম গুলোর অনুপ্রেরণায় আজকে তিনি গেম তৈরির সহায়ক টুল হিসাবে এই পিক্সেল প্রেস তৈরি করেছেন।
'পিক্সেল প্রেস' একটি প্রোজেক্ট এবং এটি বর্তমানে প্রাথমিক অবস্থায় আছে। এর নির্মাতা রবিন রেথ তার টিমের পক্ষ থেকে আশা প্রকাশ করেন, গেম টুলটি ধাপে ধাপে উন্নয়ন করা হবে এবং গেমিং জগতে কোড ছাড়াও নতুন নতুন গেম তৈরিতে অবদান রাখবে 'পিক্সেল প্রেস' টিম।

No comments:

Post a Comment