Wednesday, 19 June 2013

এইচটিসি ঘোষনা দিল স্বল্পমূল্যের স্মার্টফোন 'ডিজায়ার ২০০' এর

এসপ্তাহেই আপনাদের জানিয়েছিলাম এইচটিসির নতুন স্বল্পমূল্যের এন্ট্রিলেভেল স্মার্টফোন 'ডিজায়ার ২০০' এর তথ্য ফাঁশ হওয়ার কথা। তাইওয়ানের একটি ওয়েবসাইটের মাধ্যমে নতুন এই স্মার্টফোনটির তথ্য ফাঁশ হয়। এবার এইচটিসিই ঘোষনা দিল তাদের নতুন এই স্মার্টফোনটির।
এইচটিসির নতুন এই স্মার্টফোনটিতে আছে ৩.৫" (৩২০*৪৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে এবং ১ গিগাহার্টজ কোয়ালকম স্নাপড্রাগন এস১ প্রসেসর। এতে র‍্যাম আছে ৫১২ মেগাবাইট এবং রম ৪ গিগাবাইট। মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে ৩২ গিগাবাইট পর্যন্ত। ডিভাইসটিতে রেয়ার ক্যামেরা আছে ৫ মেগাপিক্সেল। ফলে এন্ট্রিলেভেল স্মার্টফোন হলেও বেশ ভাল মানের ক্যামেরাই পাচ্ছেন গ্রাহকেরা। এছাড়া ডিভাইসটিতে ব্যাটারি আছে মাত্র ১২৩০ এমএএইচ ক্ষমতার। তবে এইচটিসি বলেছে এই ব্যাটারি মাধ্যমে ডিভাইসটির দিয়ে টানা ৭ ঘন্টা ৩০ মিনিট ৩জি সংযোগ ব্যাবহার করে কথা বলা যাবে। এছাড়া ডিভাইসটি স্ট্যান্ডবাই থাকবে ৮১২ ঘন্টা। এত কম ক্ষমতার ব্যাটারির এই পারফরমেন্স আসলেই চমক জাগানো। এদিকে অ্যান্ড্রয়েড ওএস চালিত স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডের ঠিক কোন ভার্শন ব্যাবহার করছে সেটা জানায়নি এইচটিসি। তবে আগের দিনের ফাশ হওয়া তথ্য থেকে জানা গিয়েছিল ডিভাইসটি চলছে অ্যান্ড্রয়েড ৪.০ আইসিএস এ।
HTC-Desire-200.jpg
এক নজরে এইচটিসি ডিজায়ার ২০০ এর স্পেসিফিকেশন
  • ৩.৫" (৩২০*৪৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
  • ১ গিগাহার্টজ কোয়ালকম স্নাপড্রাগন এস১ প্রসেসর
  • ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪ গিগাবাইট রম
  • ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট
  • ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • এইচটিসি সেন্স ইউআই সহ অ্যান্ড্রয়েড ওএস
  • ৩.৫ মিমি অডিও জ্যাক, বিটস অডিও
  • ৩জি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস
  • ১২৩০ এমএএইচ ব্যাটারি
'ডিজায়ার ২০০' স্মার্টফোনটি আসছে সাদা এবং কাল এই দুইটি রঙে। এইচটিসি এখনো ডিভাইসটির মূল্য ঘোষনা না করলেও তাইওয়ানিজ ওয়েবসাইট ePrice এ পাওয়া তথ্য অনুসারে ডিভাইসটি তাইওয়ানে বিক্রি শুরু হওয়ার কথা ১৯শে জুন থেকে। আর সেখানে ডিভাইসটির মূল্য নির্ধারন করা হয়েছে $১৬৬।

No comments:

Post a Comment