করেছিলো।আমি কৌতুহলী হয়ে দেখি, বাবার হাতে মটরোলা মাইলস্টোন।ব্যবহার করা অনেক
কঠিন,ভারী, ইত্যাদি বলে সেদিন হাতিয়ে নিয়েছিলাম বাবার কাছ থেকে অই সেটটি।তারপর থেকে
আমার এন্ড্রয়েড ব্যবহার শুরু, যা ছিলো এন্ড্রয়েড ২.১
(এক্ল্যার),মানে অনেক পুরাতন ভার্সন।পরে সেই একই হ্যন্ডসেটেই ২.২(ফ্রয়ো),৩.২(জিঞ্জারব্র্যাড),৪.০(আইস্ক্রিম
স্যান্ডু) ও ৪.১ (জেলীবিন) ব্যবহার করেছি।
আসসালামুয়ালাইকুম,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি টিটিতে আজ আমার প্রথম টিউনটি করছি।তাই লেখার
আদবে,বানানে বা তথ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন এবং শুধরে দিবেন।আমি আপনাদের
আমার এন্ডয়েড ব্যবহারের কাহিনী এবং বিভিন্ন কাস্টম রম সম্পর্কে জানানোর চেষ্টা
করবো।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি টিটিতে আজ আমার প্রথম টিউনটি করছি।তাই লেখার
আদবে,বানানে বা তথ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন এবং শুধরে দিবেন।আমি আপনাদের
আমার এন্ডয়েড ব্যবহারের কাহিনী এবং বিভিন্ন কাস্টম রম সম্পর্কে জানানোর চেষ্টা
করবো।
এন্ড্রয়েড সেট হাতে পাওয়ার
পরই গুগলিং করা শুরু করলাম।বিভিন্ন সফটওয়্যার, ট্রিক্স ইত্যাদি খুজতে লাগ্লাম।বুঝতে
বেশি দেরি হল না যে আমার হাতের সেটটির সফটওয়্যার আসলে অনেক পুরাতন এবং এতে অনেক
মজার, লোভনীয় সফটওয়্যারই কাজ করে না।অফিসিয়াল আপডেট করার উপায় শুধু 2.2
তে।তা ই করলাম।কিন্তু এন্ড্রয়েড দুনিয়ায় তখন আইস্ক্রিম স্যন্ডুয়েজ
4.0 নিয়ে মাতামাতি।আমিতো আমার ফোন দিয়ে পিসিতে ইন্টারনেটই
কানেক্ট করতে পারছিলাম না।সব ভালো ভালো সফটওয়্যার, ট্রিক্স শুধু জিঞ্জারব্র্যাড আর
আইস্ক্রিম স্যান্ডুর জন্য।কিন্তু আমার মোবাইলে তো জিঞ্জারব্র্যাড ও চলবে না।তারপর
খোজ নিলাম আনঅফিসিয়াল আপডেট এর জন্য।খুজতে খুজতে পেলাম কাস্টম রমের দেখা।
পরই গুগলিং করা শুরু করলাম।বিভিন্ন সফটওয়্যার, ট্রিক্স ইত্যাদি খুজতে লাগ্লাম।বুঝতে
বেশি দেরি হল না যে আমার হাতের সেটটির সফটওয়্যার আসলে অনেক পুরাতন এবং এতে অনেক
মজার, লোভনীয় সফটওয়্যারই কাজ করে না।অফিসিয়াল আপডেট করার উপায় শুধু 2.2
তে।তা ই করলাম।কিন্তু এন্ড্রয়েড দুনিয়ায় তখন আইস্ক্রিম স্যন্ডুয়েজ
4.0 নিয়ে মাতামাতি।আমিতো আমার ফোন দিয়ে পিসিতে ইন্টারনেটই
কানেক্ট করতে পারছিলাম না।সব ভালো ভালো সফটওয়্যার, ট্রিক্স শুধু জিঞ্জারব্র্যাড আর
আইস্ক্রিম স্যান্ডুর জন্য।কিন্তু আমার মোবাইলে তো জিঞ্জারব্র্যাড ও চলবে না।তারপর
খোজ নিলাম আনঅফিসিয়াল আপডেট এর জন্য।খুজতে খুজতে পেলাম কাস্টম রমের দেখা।
কাস্টম রম কি?
জানি, টিটিতে সব অভিজ্ঞ
ভাইদের আস্তানা।তবুও কিছু কিছু নতুন এন্ড্রয়েড ব্যবহারকারী আছেন যারা জানেন
না।তাদের জন্যই লেখা।কাস্টম রম হল এক কথায় আন-অফিসিয়াল ফার্মওয়্যার।এগুলো এন্ড্রয়েড
ডেভেলপাররা বিভিন্ন হ্যন্ডসেটের জন্য ডেভেলপ করে থাকে।এন্ডয়েড অপারেটিং সিস্টেমে
বিভিন্ন সংযোজন, সংশোধন
পরিবর্তন করে এইসব কাস্টম রম বানানো হয়, এমনকি পুরাতন ভার্সনের
এন্ড্রয়েড এ নতুন ভার্সনের রম ও ডেভেলপ করা হয়।ইন্টারনেট সার্চ দিলে আপনি
অনেকগুলো কাস্টম রম পাবেন।আমি প্রধান কয়েকটি কাস্টম রমের সাথে আপনাদের পরিচয় করিয়ে
দেব।
ভাইদের আস্তানা।তবুও কিছু কিছু নতুন এন্ড্রয়েড ব্যবহারকারী আছেন যারা জানেন
না।তাদের জন্যই লেখা।কাস্টম রম হল এক কথায় আন-অফিসিয়াল ফার্মওয়্যার।এগুলো এন্ড্রয়েড
ডেভেলপাররা বিভিন্ন হ্যন্ডসেটের জন্য ডেভেলপ করে থাকে।এন্ডয়েড অপারেটিং সিস্টেমে
বিভিন্ন সংযোজন, সংশোধন
পরিবর্তন করে এইসব কাস্টম রম বানানো হয়, এমনকি পুরাতন ভার্সনের
এন্ড্রয়েড এ নতুন ভার্সনের রম ও ডেভেলপ করা হয়।ইন্টারনেট সার্চ দিলে আপনি
অনেকগুলো কাস্টম রম পাবেন।আমি প্রধান কয়েকটি কাস্টম রমের সাথে আপনাদের পরিচয় করিয়ে
দেব।
cyanogen mod
cyanogen mod হল সবচেয়ে
জনপ্রিয় কাস্টম রম।আন-অফিসিয়াল
রম ফ্ল্যাশ করতে চাইলে সবচে প্রথম যে নামটি আপনি পাবেন তা হল cyanogen mod.।
এর প্রধান বৈশিষ্ট হল, এটি আপনাকে অফিসিয়াল ফিচারের পাশাপাশি কিছু নিজস্ব ফিচার
দেবে যা আপনার মোবাইল ডেভেলপিং, কাস্টমাইজিং এ সাহায্য করবে।আর এই ছোটখাটো এক্সট্রা
ফিচারগুলো আপনার এন্ড্রয়েড এক্সপেরিয়েন্সকে পরিপুর্নতা দেবে।আমি নিজে এর মাধ্যমে
এন্ড্রয়েড 2.2 মোবাইলে 4.1 জেলীবিন
ব্যবহার করেছি।এর জনপ্রিয়তার আরেকটি কারন হল এর স্টেবল ভার্সন গুলো অনেক স্মুথ আর
দ্রুত।অনেক সময় অফিসিয়াল আপগ্রেডে মোবাইল স্লো হয়ে যায়।কিন্তু cyanogen mod
এর স্টেবল রম অনেক স্মুথ। অনেক অনেক হ্যন্ডসেটের জন্য
cyanogen mod এর বিভিন্ন ভার্সন ডেভেলপ করা হয়েছে।আপ্নার সেটএর
জন্য cyanogen mod এর রম আছে কিনা খুজে দেখুন এই ঠিকানায়-
http://get.cm
জনপ্রিয় কাস্টম রম।আন-অফিসিয়াল
রম ফ্ল্যাশ করতে চাইলে সবচে প্রথম যে নামটি আপনি পাবেন তা হল cyanogen mod.।
এর প্রধান বৈশিষ্ট হল, এটি আপনাকে অফিসিয়াল ফিচারের পাশাপাশি কিছু নিজস্ব ফিচার
দেবে যা আপনার মোবাইল ডেভেলপিং, কাস্টমাইজিং এ সাহায্য করবে।আর এই ছোটখাটো এক্সট্রা
ফিচারগুলো আপনার এন্ড্রয়েড এক্সপেরিয়েন্সকে পরিপুর্নতা দেবে।আমি নিজে এর মাধ্যমে
এন্ড্রয়েড 2.2 মোবাইলে 4.1 জেলীবিন
ব্যবহার করেছি।এর জনপ্রিয়তার আরেকটি কারন হল এর স্টেবল ভার্সন গুলো অনেক স্মুথ আর
দ্রুত।অনেক সময় অফিসিয়াল আপগ্রেডে মোবাইল স্লো হয়ে যায়।কিন্তু cyanogen mod
এর স্টেবল রম অনেক স্মুথ। অনেক অনেক হ্যন্ডসেটের জন্য
cyanogen mod এর বিভিন্ন ভার্সন ডেভেলপ করা হয়েছে।আপ্নার সেটএর
জন্য cyanogen mod এর রম আছে কিনা খুজে দেখুন এই ঠিকানায়-
http://get.cm
Miui rom
এই কাস্টম রম এর চমৎকার
ব্যপার হল অসাধারন কাস্টমাইজিং অপশন।এন্ড্রয়েড এর সেটিং অপশনের একঘেয়ে কালো
বা সাদা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন এই
রমএ।সেই সাথে পাবেন হাজার হাজার চমতকার সব সিস্টেম থীম যেগুলোতে আছে বিভিন্ন রকম
আইকন, ট্রান্সপারেন্সি।এই রম এর আরেকটি মজার বেপার হল লক স্ক্রীন কাস্টমাইসিং।আপ্নি
ইচ্ছামত লক স্ক্রীন রাখতে পারবেন কোন অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল ছাড়া।এই রম আপনার
চিরাচরিত এন্ড্রয়েড এর লুক পরিবর্তন কয়ে দেবে।আপ্নার হ্যন্ডসেটের জন্য miui
এর রম আছে কিনা দেখতে যান এখানে-
http://miuiandroid.com/community/
ব্যপার হল অসাধারন কাস্টমাইজিং অপশন।এন্ড্রয়েড এর সেটিং অপশনের একঘেয়ে কালো
বা সাদা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন এই
রমএ।সেই সাথে পাবেন হাজার হাজার চমতকার সব সিস্টেম থীম যেগুলোতে আছে বিভিন্ন রকম
আইকন, ট্রান্সপারেন্সি।এই রম এর আরেকটি মজার বেপার হল লক স্ক্রীন কাস্টমাইসিং।আপ্নি
ইচ্ছামত লক স্ক্রীন রাখতে পারবেন কোন অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল ছাড়া।এই রম আপনার
চিরাচরিত এন্ড্রয়েড এর লুক পরিবর্তন কয়ে দেবে।আপ্নার হ্যন্ডসেটের জন্য miui
এর রম আছে কিনা দেখতে যান এখানে-
http://miuiandroid.com/community/
AOKP
এই রমটি (android open
kang project) আরেকটি জনপ্রিয় কাস্টম রম।এতেও আছে চমতকার সব
কাস্টমাইজিং, লক স্ক্রীন, উইডগেট কাস্টমাইজিং ইত্যাদি।এই রম অনেক স্টেবল।AOKP
এর শুধু আইস্ক্রিম স্যন্ডু আর জেলীবিন রম আছে।এর অফিসিয়াল ওয়েবসাইট
- http://aokp.co/
kang project) আরেকটি জনপ্রিয় কাস্টম রম।এতেও আছে চমতকার সব
কাস্টমাইজিং, লক স্ক্রীন, উইডগেট কাস্টমাইজিং ইত্যাদি।এই রম অনেক স্টেবল।AOKP
এর শুধু আইস্ক্রিম স্যন্ডু আর জেলীবিন রম আছে।এর অফিসিয়াল ওয়েবসাইট
- http://aokp.co/
Paranoid Android
এটি সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠা
চমৎকার একটি কাস্টম রম।এতে প্রচুর কাস্টমাইজিং অপশন আছে।সেটিং, লক স্ক্রীন,স্টেটাস
বার,লাউঞ্চার সহ আর অনেক কিছু নিজের মত সাজিয়ে নেয়ার জন্য অনেক অনেক অপশন খুজে
পাবেন এই রমটি তে।তবে এখন পর্যন্ত খুব কম সংখ্যক সেটের জন্য এই রম ডেভেলপ করা
হয়েছে।অফিসিয়াল ওয়েব সাইট-
http://paranoid-rom.com/ ।
এছাড়াও আরো আছে, চমৎকার একটি কাস্টম রম।এতে প্রচুর কাস্টমাইজিং অপশন আছে।সেটিং, লক স্ক্রীন,স্টেটাস
বার,লাউঞ্চার সহ আর অনেক কিছু নিজের মত সাজিয়ে নেয়ার জন্য অনেক অনেক অপশন খুজে
পাবেন এই রমটি তে।তবে এখন পর্যন্ত খুব কম সংখ্যক সেটের জন্য এই রম ডেভেলপ করা
হয়েছে।অফিসিয়াল ওয়েব সাইট-
http://paranoid-rom.com/ ।
Xylon, liquid smooth rom, slim rom, ইত্যাদি।কাস্টম রম ফ্লাশ করতে
আপনার হ্যন্ডসেটটি অবশ্যই রুটেড হতে হবে।আপ্নার সেট এর মডেল অনুযায়ী যথাযথ রম
ডাউনলোড করবেন।অন্য ডিভাইস এর রম ইন্সটল করতে গেলে মোবাইল নস্ট হওার সম্ভাবনা
No comments:
Post a Comment