ভালোবাসার সিমবিয়ান ফোন এ ভালোলাগার প্যাটার্ন লক ব্যবহার করতে যারা আগ্রহী
আমি জানি আমাদের মধ্যে অনেক সিমবিয়ান ফোন ব্যবহারকারী বন্ধুরা এন্ড্রয়েড এর প্যাটার্ন লক দেখে নিজের ফোন এ ও এমন লক ইন্টারফেস না থাকায় কস্ট পান ?
এই ঝামেলা শেষ
এখন থেক আমাদের সিমবিয়ান ফোনে ও এই সিস্টেম এর প্যাটার্ন লক ব্যবহার করা যাবে
তারা এই লিংক থেকে ম্যাজ লক টা ডাউনলোড করে ইনস্টল করো
.
.
আর কেমন লাগলো কমেন্ট করে জানাও
লিংক : >> ডাউনলোড লিংক <<
Sunday, 23 June 2013
আপনার মুখের কথায় চলবে আপনার কম্পিউটার
এর জন্য আপনার কম্পিউটারে উইন্ডোস ৭ থাকতে হবে
এবং এর সাথে একটা মাইক্রোফোন কম্পিউটারের সাথে কানেক্ট থাকতে হবে।
এবং এর সাথে একটা মাইক্রোফোন কম্পিউটারের সাথে কানেক্ট থাকতে হবে।
কীভাবে করবেনঃ-প্রথমে start এ যান তারপর -Contorl Panel এ যান
Contorl Panel থেকে Hardwear and Sound এ যান
Hardwear and Sound থেকে Sound এ যান।
Sound থেকে Recording এ যান
Recording এ যে মাইক্রোফোন টাতে রাইট চিহ্ন আছে সেটাতে ক্লিক করুন।
ক্লিক করে নিচের Configure অপসান টা তে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার মাইক্রোফোন টা সেট করে নিন।
নীচের মত করে
তারপর Start speech Recognition ক্লিক করুন।
ক্লিক করার পর কয়েকটি অপসান আসবে সেগুলি নেক্সট করে ফিনিশ করে দিলে নিচের মত এক টা ছোট্ট লোগো আসবে।
এই লোগো টা তে ক্লিক করলে স্ক্রিনের উপরে নীচের ছবির মত একটা ডাইলগ বক্স আসবে।
ডাইলগ বক্স টা তে Off লেখা থকবে ডাইলগ বক্স টার পাশের মাইক্রোফোনের মতো লোগো টাতে ক্লিক করে অন করুন।
এরপর আপনি কমান্ড দিন এবং আপনার কমান্ড এর সাথে আপনার কম্পিউটার কাজ করে চলবে।
এবার ভাবছেন কি কমান্ড দেবেন তাই তো? এর জন্য আপনাকে start-Contorl Panel-Hardwear and Sound-Sound -Recording-Configure থেকে Take Speech Tutorial টা দেখে নিন।
আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।
এবং এর সাথে একটা মাইক্রোফোন কম্পিউটারের সাথে কানেক্ট থাকতে হবে।
এবং এর সাথে একটা মাইক্রোফোন কম্পিউটারের সাথে কানেক্ট থাকতে হবে।
কীভাবে করবেনঃ-প্রথমে start এ যান তারপর -Contorl Panel এ যান
Contorl Panel থেকে Hardwear and Sound এ যান
Hardwear and Sound থেকে Sound এ যান।
Sound থেকে Recording এ যান
Recording এ যে মাইক্রোফোন টাতে রাইট চিহ্ন আছে সেটাতে ক্লিক করুন।
ক্লিক করে নিচের Configure অপসান টা তে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার মাইক্রোফোন টা সেট করে নিন।
নীচের মত করে
তারপর Start speech Recognition ক্লিক করুন।
ক্লিক করার পর কয়েকটি অপসান আসবে সেগুলি নেক্সট করে ফিনিশ করে দিলে নিচের মত এক টা ছোট্ট লোগো আসবে।
এই লোগো টা তে ক্লিক করলে স্ক্রিনের উপরে নীচের ছবির মত একটা ডাইলগ বক্স আসবে।
ডাইলগ বক্স টা তে Off লেখা থকবে ডাইলগ বক্স টার পাশের মাইক্রোফোনের মতো লোগো টাতে ক্লিক করে অন করুন।
এরপর আপনি কমান্ড দিন এবং আপনার কমান্ড এর সাথে আপনার কম্পিউটার কাজ করে চলবে।
এবার ভাবছেন কি কমান্ড দেবেন তাই তো? এর জন্য আপনাকে start-Contorl Panel-Hardwear and Sound-Sound -Recording-Configure থেকে Take Speech Tutorial টা দেখে নিন।
আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।
*****Android APPS RUN করুন আপনার WINDOWS এ*****
আপনারা যারা Android Apps Development করছেন বা যারা Android Games computer এ খেলতে চান তারা এই সফটওয়্যারটি অবশ্যই ডাউনলোড করবেন ।
আমি এখন পর্যন্ত সব মিলিয়ে Angry Bird, Lane Splitter, Amazing Alex, Granny Smith, Big Win Baseball, Where's My Perry?, Fruit Ninja , Cut
the Rope, Where's My Water?, Flight Control, Mountain Moto- Racing Moto এই কইটা গেম ডাউনলোড করে খেলছি। প্রতিটি গেম smoothly run
করছে। ইন্সটল অপশনটি অনলাইন ইন্সটল অপশন। সফটওয়্যারটির নাম bluestacks। সফটওয়্যারটি ডাউনলোড করুন www.bluestacks.com ওয়েবসাইট থেকে।
সফটওয়ারেটি ডাউনলোড করলেই আপনারা গেম গুলো দেকতে পারবেন। ডাউনলোড করে ফেলার পর গেম আইকন মাউস ক্লিক করেই Run করবে।
আমার কম্পিউটার এর কনফিগারেশন হল – Processor – Intel Quad core Q9650, Ram – 6 GB, GPU – Nvidia 280 GTX 1 GB.
আমি এখন পর্যন্ত সব মিলিয়ে Angry Bird, Lane Splitter, Amazing Alex, Granny Smith, Big Win Baseball, Where's My Perry?, Fruit Ninja , Cut
the Rope, Where's My Water?, Flight Control, Mountain Moto- Racing Moto এই কইটা গেম ডাউনলোড করে খেলছি। প্রতিটি গেম smoothly run
করছে। ইন্সটল অপশনটি অনলাইন ইন্সটল অপশন। সফটওয়্যারটির নাম bluestacks। সফটওয়্যারটি ডাউনলোড করুন www.bluestacks.com ওয়েবসাইট থেকে।
সফটওয়ারেটি ডাউনলোড করলেই আপনারা গেম গুলো দেকতে পারবেন। ডাউনলোড করে ফেলার পর গেম আইকন মাউস ক্লিক করেই Run করবে।
আমার কম্পিউটার এর কনফিগারেশন হল – Processor – Intel Quad core Q9650, Ram – 6 GB, GPU – Nvidia 280 GTX 1 GB.
আরও ফাস্ট করতে চাইলে এই Trick টি করুন –
- 1. Download and install BlueStack
- 2. Download and install MotoDev Studio (এটা ফ্রী কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে)
- 3. Download Launcher pro or ADW launcher.apk (আমি ADW launcher.apk ব্যাবহার করেছি)
ডাউনলোড লিঙ্ক https://rapidshare.com/#!download|945p11|471356081|adw_launcher_ex__1.3.3.56_.apk|1940|0|0 - 4. Right click on the .apk, select "open with", "Browse"
Go to C:\Program Files (x86)\BlueStacks (for 64bit system)
Or
Go to C:\Program Files\BlueStacks (for 32bit system)
And select HD-ApkHandler.exe
Launcher should be installed after a moment. - 5. Open MotoDev
- 6. Select Device Managment tab
- 7. Right click on Android Remote Device and click New...
- 8. Name it like you want, for example "BlueStack"
- 9. Fill Host and Port boxes with
Host: 127.0.0.1
Port: 5555 – (কোন স্পেস থাকবেনা) - 10. Click OK
কিভাবে yourname.blogspot.com কে yourname.tk ডোমেইনে টান্সপার করবেন
সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউনটি যারা নতুন তাদের জন্য কিভাবে ব্লগস্পট ব্লগ কে নিজস্ব ডোমেইন এ টন্সপার করবেন। বা ফ্রি ডোমেইন এ করবেন। কথা না বড়িয়ে শুরু করা যাক।
আজ আমি যে বিষয় নিয়ে পোস্ট করব তা হলো ব্লগস্পট ব্লগ কে কিভাবে http://www.Yourname.blogspot.com কে http://www.yourname.tk তে রূপান্তর করবেন। প্রথমে যা করতে হবে তা হল আপনাকে http://www.dot.tk তে প্রবেশ করতে হবে। তার পর নিচের চিত্রর মত একটি পেজ ওপেন হবে।
এর GAT a Free.TK Domian Name বক্সে আপনার পছন্দের নাম লিখে GO তে ক্লিক করুন। তার পর নিচের ছবির মত পেজ ওপেন হবে
Use your new domain লেখার নিচে
Fonwaro this domainও Use Dns লেখা দুইটি বক্স আছে
আপনি যদি Fonwaro this domain টি যদি সিলেক্ট করেন তাহলে http:// লেখার পাশে আপনার http://www.yourname.blogspot.com ইউ আর এল টি বসিয়ে দিন।
আর যদি Use DNS বক্সটি সিলেক্ট করেন। তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।
এভার আপনি Dot TK DNS Sarvice (enter your A records here) লেখাটি দেখতে পাবেন।
1. Host name আপনার ডোমেইন নেইমটি দেখতে পাবেন http://www.thestar.tk
এর পাশে IP address বক্সে ghs.google.com লিখুন
2. Host name আপনার ডোমেইনটি thestar.tk দেখবেন। এবং পাশের
IP address বক্সে 216.239.32.21 লিখুন।
উপরে ছবিতে দেখবেন লেখা আছে 3 months । লেখাটির উপরে ক্লিক করুন এবং 12 months সিলেক্ট করুন । তাহলে আপনার এক বছরে মেয়াদ হয়ে যাবে।
Type the characters you see in this picture লেখা টি কেপচার টি বক্সে লিখুন।
Sign Up click করুন।
এবার আপনি যদি Google থেকে খুলেন তাহলে Google লেখায় ক্লিক করুন আর যদি Facebook বা Yahoo, Windows, Aol. , Flickr এগুলোর যে কোন একটা দিয়ে যদি রেজিষ্টেশন করতে চান তাহলে , যেটা সিলেক্ট করবেন তার উপর ক্লিক করুন।
আপনি যদি Google থেকে খুলেন তাহলে নিচের ছবির মত আপনার Email ও Password দিয়ে Google এ্যকাউন্ড Sign in করুন।
সফল ভাবে সাইন ইন হলে নিচের ছবির মত পেজ ওপেন হবে।
Thank you for registering your domian name
THESRAR.TK
[ এ লেখা দেখাবে আপনার ওপেন হওয়া পেজটিতে মনে রাখবেন যারা নতুন তারা যেন Fonwaro this domain টি যদি সিলেক্ট করেন তাহলে http:// লেখার পাশে আপনার http://www.yourname.blogspot.com ইউ আর এল টি বসিয়ে দেয়। পরবতীতে জানাব তারা কিভাবে DNS সেটিংস করবে।
এন্ড্রয়েডে ইন্টারনাল মেমোরি কম??? এই সমস্যা আর নয়। আসুন এই সমস্যার সমাধান করি
অনেকেই এই পদ্ধতি জানেন অনেকে জানেন না।
২।সেকেন্ডারি পার্টিশন তৈরিঃ
(Unlocated space after এ আপনি যতটুকু মেমোরি ইন্টারনাল মেমোরি হিসেবে বেবহার করতে চান তততুকু রাখবেন।4gb মেমোরি হলে আমার মতে 512mb/1024mb নেয়াই ভাল।)
এবার আপনার ফোনটি কম্পিউটার থেকে disconnect করুন।
৩।আপনার ফোন এ Setting>Security তে গিয়ে Unknown sources এ টিক মার্ক দিন।
৪। Link2sd সফটওয়্যার টা ফোন এ ইন্সটল করুন।Link2sd চালু করুন।নিচের মত menu আসলে fat32 সিলেক্ট করে Ok দিন।(যদি এই menu না আসে তাহলে ফোন restart দিয়ে আবার link2sd চালু করুন।)
Superuser request Allow করুন
নিচের মত messege দেখালে ফোন restart করুন
তাহলেই মুল কাজ শেষ।
৫। সব কিছু ঠিক আছে নাকি দেখার জন্য Link2sd চালু করে Menu>Storage info তে গেলে নিচের মত দেখাবে
৬। এরপর Menu>Multiselect এ যান।
এরপর যে app গুলা আপনি মেমোরি কার্ড এ নিতে চান সেগুলা মার্ক করুন।অথবা select all এ দিতে পারেন।কিন্তু system app গুলা মার্ক করা যাবে না।(play store,map বাদে)
App মার্ক করা শেষ হলে Menu>Action>Create link সিলেক্ট করেন।
নিচের ৩টা বক্স এ যেন টিক দেয়া থাকে।তারপর ok দেন।
কাজ শেষ হলে নিচের মত দেখাবে।
এরপর menu>configure এ গিয়ে Autilink এ টিক মার্ক করে বের হয়ে আসুন।
কাজ শেষ। লেখায় ভুল হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
যা যা লাগবেঃ
- ১। রুটেড এন্ড্রয়েড ফোন
- ২। কম্পক্ষে 4 gb মেমোরি কার্ড।(২gb মেমোরি কার্ডে করা যেতে পারে।কিন্তু তখন এক্সটারনাল মেমোরি কম হয়ে যাবে)
- ৩। Link2sd সফটওয়্যার https://market.android.com/details?id=com.buak.Link2SD&hl=en
- ৪। Mini tool partition wijard/EASEUS Partition Master Home Edition http://www.partitionwizard.com/download.html
পদ্ধতিঃ
১।যেহেতু আপনার মাইক্রোএসডি মেমরি কার্ডের একটি পার্টিশন তৈরি করা হবে তাই আগে সব কিছু কম্পিউটারে ব্যাকআপ রেখেনিন যাতে কোন সমস্যা হলে কোন ডাটা না হারায়।২।সেকেন্ডারি পার্টিশন তৈরিঃ
- প্রথমে আপনার ফোন এর Setting>Developer options এ গিয়ে Usb debugging এ টিক মার্ক দিন।
- Connectivity তে গিয়ে Usb connection mode এ Mass storage mode(MSC) সিলেক্ট করুন।
- তারপর কম্পিউটারে Mini tool partition wijard ইন্সটল করুন।Usb দিয়ে আপনার ফোন pc তে কানেক্ট করুন। Mini tool partition wijard চালু করুন।আপনার মেমোরি কার্ড সিলেক্ট করুন। উপরের দিকে দেখেন Move/Resize নামের একটা বাটন আছে। ওইটাতে ক্লিক করুন। এরপর নিচের ছবির মত কাজ করতে থাকুন।
(Unlocated space after এ আপনি যতটুকু মেমোরি ইন্টারনাল মেমোরি হিসেবে বেবহার করতে চান তততুকু রাখবেন।4gb মেমোরি হলে আমার মতে 512mb/1024mb নেয়াই ভাল।)
এবার আপনার ফোনটি কম্পিউটার থেকে disconnect করুন।
৩।আপনার ফোন এ Setting>Security তে গিয়ে Unknown sources এ টিক মার্ক দিন।
৪। Link2sd সফটওয়্যার টা ফোন এ ইন্সটল করুন।Link2sd চালু করুন।নিচের মত menu আসলে fat32 সিলেক্ট করে Ok দিন।(যদি এই menu না আসে তাহলে ফোন restart দিয়ে আবার link2sd চালু করুন।)
Superuser request Allow করুন
নিচের মত messege দেখালে ফোন restart করুন
তাহলেই মুল কাজ শেষ।
৫। সব কিছু ঠিক আছে নাকি দেখার জন্য Link2sd চালু করে Menu>Storage info তে গেলে নিচের মত দেখাবে
৬। এরপর Menu>Multiselect এ যান।
এরপর যে app গুলা আপনি মেমোরি কার্ড এ নিতে চান সেগুলা মার্ক করুন।অথবা select all এ দিতে পারেন।কিন্তু system app গুলা মার্ক করা যাবে না।(play store,map বাদে)
App মার্ক করা শেষ হলে Menu>Action>Create link সিলেক্ট করেন।
নিচের ৩টা বক্স এ যেন টিক দেয়া থাকে।তারপর ok দেন।
কাজ শেষ হলে নিচের মত দেখাবে।
এরপর menu>configure এ গিয়ে Autilink এ টিক মার্ক করে বের হয়ে আসুন।
কাজ শেষ। লেখায় ভুল হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
Subscribe to:
Posts (Atom)