Friday 21 June 2013

Android মোবাইল দিয়ে এখন Teletalk 3G/2G sim দিয়ে চালান ফ্রি ইন্টারনেট with UC Browser8.6

এখন Android ফোন দিয়ে চালান টেলিটক ২জি/3G Sim দিয়ে FREE INTERNET। শুরতেই আপনার ডিভাইসটি কনফিগার করে নিতে হবে,
এজন্য নিচের পদ্ধতি অনুসরন করুন.arrow. Settings>>Wireless & Networks>>Mobile Networks এ যান। যদি আপনি ডুয়েল সিম Use করে থাকেন তাহলে Mobile Networks এ প্রবেশ করার পর সিম সিলেক্ট করতে হবে। যদি টেলিটক সিমটি Sim 1 এ হয় তাহলে Subscription 1 সিলেক্ট করুন। আর যদি টেলিটক সিমটি Sim 2 তে হয় তাহলে Subscription 2 সিলেক্ট করুন। ধরুন আপনার টেলিটক সিমটি Sim 1 এ আছে তাহলে Subscription 1 সিলেক্ট করে এরপর Access Point Names এ প্রবেশ করুন। মেনু বাটন প্রেস করে New APN এ ক্লিক করুন। এবার নিচের তথ্য অনুসারে কনফিগার করে নিন.arrow.
Name: Teletalk free Net
APN: wap
Proxy: 188.040.121.056
port: 80
MCC: 470
MNC: 01

এছারা অন্নান্য সবকিছু আগের মতোই রাখবেন। এবার এই কনফিগারেশনটি ডিফল্ট হিসেবে সেট করুন। এখন আপনাকে Handler Uc Browser 8.6 ডাউনলোড করতে হবে
Uc860hui.apk
এবার মোবাইলের Data 0n করে UC Browser টা চালু করুন। Uc Browser চালু করলেই একটি Handler Menu দেখবেন এসেছে। ঐখানেfront Query তে লিখুন.arrow.

wap.portal.teletalk.com.bd/~aet/cgi-bin/nph-foo.cgi/shaon/http/
এবার Save প্রেস করুন। আপনি যদি সবকিছু ঠিকমতো করতে পারেন তাহলে Uc Browser ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর ফ্রি আনলিমিটেড ব্রাউজিং এবং ডাউনলোড করুন।
ভালো স্পীড পেতে অবশ্যই যেকোনো একটি প্যাকেজ কিনে নিবেন এতে ভালো স্পীড পাবেন।
for update likr this page ;techkhobor

1 comment: