Thursday 1 August 2013

ডেল ইন্সপায়রন এন ৩৫২১ কোর আই৩


স্বল্প দামে ভাল মানের ল্যাপটপ সবাই চায়। তবে দাম যত কম হয় ফিচারও তত কমে আসে। ল্যাপটপের ক্ষেত্রে যেমনটা হয় - স্পেসিফিকেশন নীচে নেমে আসে।
dell
ডেল আপনার কথা মাথায় রেখে এমন একটি ল্যাপটপ অফার করছে যা বেশীরভাগ মানুষের সাধ্যের মধ্যে এবং সবচেয়ে বড় কথা, এর স্পেসিফিকেশন দামের তুলনায় বেশ ভাল।

এক নজরে দেখে নেই ল্যাপটপটির স্পেসিফিকেশন

মডেল: ডেল ইন্সপায়রন এন৩৫২১
প্রসেসর: থার্ড জেনারেশন ইন্টেল কোর আই৩ ৩২২৭U
ক্লক স্পীড: ১.৯ গিগাহার্জ
র‍্যাম: ৪ গিগাবাইট ডিডিআর থ্রি
হার্ড ডিস্ক: ৫০০ গিগাবাইট
ডিসপ্লে সাইজ: ১৫.৫ ইঞ্চি
ডিসপ্লে টাইপ: এলইডি
অপটিক্যাল ডিভাইস: ডিভিডি রিডার/রাইটার
নেটওয়ার্ক: 802.11b/n/g
ব্লুটুথ: আছে
ওয়েব ক্যাম: ১.৩ মেগাপিক্সেল
কার্ড রিডার: আছে
ব্যাকআপ টাইম: ৩ ঘন্টা
ব্যাটারি: ৬ সেল
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ সেভেন, ৮ ও জিএনইউ/লিনাক্স কম্পাটিবল
ওজন: ২.২৫ কেজি
ওয়ারেন্টি: এক বছর
স্বল্প দাম ও ভাল স্পেসিফিকেশন থাকায় আপনি হয়ত ল্যাপটপ টি কিনতে চাইতে পারেন। তবে কেনার আগে এর ভাল ও খারাপ কিছু দিক দেখে নেয়া উচিত:
ভাল দিক:
১। দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য আদর্শ
২। ওয়েব ক্যাম ভাল মানের
৩। অডিও এবং ভিডিও কোয়ালিটি বেশ ভাল মানের
৪। সহজে ব্যবহারযোগ্য
৫। বড় স্ক্রীন ও নিউমেরিক কী প্যাড রয়েছে
৬। স্বল্প দামে বিখ্যাত ব্র্যান্ডের ল্যাপটপ
খারাপ দিক:
১। যারা ল্যাপটপে হাই এন্ড গেম খেলতে চান তাদের জন্য দুঃসংবাদ
২। ওয়াইফাই দূর্বল
৪। ল্যাপটপের বাইরের দিকে দ্রুত ধুলো জমে যায়
৫। ব্যাটারি লাইফ আরও ভাল হতে পারত
dell2
রায়ান্স কম্পিউটারসে এর বর্তমান দাম ৩৭,৮০০ টাকা। তবে আপনি মূল্য নিয়ে দরদাম করতে পারেন।

No comments:

Post a Comment