Sunday 4 August 2013

বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল

বন্ধু মানে কি?কাকে বন্ধু বলা যাই? সত্যিকারের বন্ধুত্ব বিষয়টাই বা কেমন? এ নিয়ে নানা মত,ভিন্নমত,তর্ক,বিতর্ক আছে-থাকবে।তবে সকলকেই একটি বেপারে একমত হতেই হবে, সেটি হলো, বন্ধু ছাড়া জীবন অসম্ভব।যে সম্পকটি ছাড়া জীবন অসম্ভব,সেই অমূল্য সম্পর্কটি কে আরও গুরুত্ববহ করতে প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী পালন করা হচ্ছে বন্ধু দিবস। জয়তু বন্ধুত্ব । সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা।

আসলে বন্ধু আর বন্ধুতা যাদের প্রতি মুহূর্তের সঙ্গী তারা একমুহূর্তেও জন্যও মন থেকে আড়াল করতে পারেন না বন্ধুদের। জীবনের সংকটে এরা ছুটে যান বন্ধুদের কাছে। আবার আনন্দ, উল্লাস কিংবা দিন শেষের অবসরেও এরা ভালোবাসেন বন্ধুত্বের কলতান শুনতে। বন্ধুত্বের পরিপূরক সম্পর্কের মাঝে এরা খুঁজে পান জীবনযাপনের ভিন্ন রস। অন্যদিকে যন্ত্রনগরে অবাক প্রহর কাটানো যে যন্ত্রমানুষেরা এরই মাঝে ভুলতে বসেছেন তাদের স্বর্ণালী বন্ধুত্বের প্রহরগুলোকে, তারাও কিন্তু ঠিকই মিস করেন তাদের বন্ধুদের। কিন্তু ‘যতদিন এই দেহে আছে প্রাণ’ ততদিন শুধু ‘মিস’ করার মাঝেই কেন আটকে থাকবে আপনার গর্ব করার মতো বন্ধুতাগুলো? কেন স্রেফ ফেসবুক এর স্ট্যাটাস পড়েই জানবেন বন্ধুর খবর! অচেনা ব্যস্ততার গন্ডি থেকে কেন আরেকটিবার এসে দাঁড়াবেন না চেনা বন্ধু সড়কে? হয়তো বলবেন, বন্ধুদের খবর তো নিতেই চাই কিন্তু সময় যে হয়ে ওঠে না। অথবা ঈর্ষাকাতর কেউ তার অভিমানের ঝাপি খুলে বলতে পারেন, ‘আমার খবর তো ওরা কেউ নেয় না। তাহলে আমি-ই বা কেন….।’ আজকের এই বন্ধু দিবসে এই অভিমানগুলোকেই না হয় ছুটি দিন। বন্ধুর জন্য চমকদার কোনো গিফট না হোক, অন্তত একটিবার তার কথা মনে করে ফিরে যান বন্ধুবৎসল কোনো আড্ডায়। যেখানে বন্ধুত্বের রঙ ব্যস্ততার আঁচরে দিনের পর দিন ধূসর হয়ে পড়ছে, সেখানে নতুন এক পড়ত রঙ চড়ানোর দায়িত্বটাও না হয় তুলে নিন নিজের কাঁধে। আর যারা গ্রামের টি-স্টল কিংবা কলেজ ক্যাম্পাস কিংবা করিডোরগুলোকে প্রতিদিনই মুখরিত করে রাখছেন নানা রঙের বন্ধুতায়, তারাও সকল স্বার্থ আর সংকীর্ণতার উর্ধ্বে উঠে ভালোবাসতে শিখুন বন্ধুকে।

এই পৃথিবীর অসংখ্য দিবস আর অর্থহীন আচার-উৎসবের মাঝে যদি বন্ধু দিবস নামে একটা দিবস এসেই যায়, ক্ষতি কী! যদি হাজারো ব্যস্ততার ভিড়ে একটি দিন এসে মনে করিয়ে যায় ফেলে আসা কোনো বন্ধুদিনের কথা তাহলে সেটিই বা দোষের কী। তাই আমরা গুটিকয় আধুনিক মানুষ, আধুনিকতার স্রোতে ভাসিয়ে দেয়া কিছু মানুষ এখনো ভালোবাসি এই দিবসের মাঝে আটকে যাওয়া বন্ধুত্বকে।
সময় পেলে ঘুরে আসবেন

No comments:

Post a Comment