Saturday 3 August 2013

দেশে এলো নেক্সাসের প্রথম স্মার্টফোন


সারা জাগানো ব্রান্ড ‘নেক্সাস’ এর প্রথম স্মার্টফোন আনলো প্যাসিফিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্যাসিফিক কোম্পানি বিডি লিমিটেড।
গত ১ আগস্ট প্যাসিফিক গ্রুপের হেড অফিসে নেক্সাসের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নেক্সাস সিগনেচার এনটিথ্রি মডেলের এই স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করা হয়।
প্যাসিফিক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: শফিউল আজম মোহসীন সেটটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যাসিফিক গ্রুপের ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স আজাদ কামাল, জেনারেল ম্যানেজার সাইদুর রহমান, মার্কেটিং ম্যানেজার নাফিজ ইমতিয়াজ, ন্যাশনাল সেলস ম্যানেজার নেসার উদ্দিনসহ নেক্সাসের ডিলারবৃন্দ।
অত্যাধুনিক সুপার স্লিম ডিজাইনের এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন ৪.১ জেলী বিন।
এতে রয়েছে ১গিগাহার্জ স্পিড সিপিইউ, ইনটেলিজেন্ট প্রসেসর, ৪.৬৩ ইঞ্চি এলসিডি, উচ্চমতাসম্পন্ন ৫ মেগাপিক্সেল ক্যামেরা, মাল্টি সেনসর টাচ স্ক্রিন, স্যোস্যাল নেটওয়ার্কিং হাব, ওয়াইফাই, ব্লুটুথ, এজ প্রভৃতি সুবিধা।
বাংলাদেশে এই প্রথম বারের মত নেক্সাস মোবাইল দিচ্ছে ৬ মাসের কিস্তি সুবিধা যা কোন ক্রেডিট কার্ড ছাড়াই কেনা যাবে।
সাথে থাকছে গিফট হিসেবে ৮ জিবি মেমোরি কার্ড, ফিপ কভার প্রভৃতি।
১ বছরের ওয়ারেন্টিসহ এই ফোনটির দাম ১২ হাজার টাকা।

No comments:

Post a Comment