Friday, 5 July 2013

গুগলে কোন সফটওয়্যারের Serial Key বা Crack-এর খোঁজ করবেন যেভাবে

আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগলে কোন সফটওয়্যারের Serial Key-এর খোঁজ করতে হয়। পদ্ধতিটি খুব সহজ। আগেও আমি আগের এক টিউনে এই রকম কোন সফটওয়্যারের Serial Key বা Crack-এর খোঁজ করার নিয়ম দেখিয়েছিলাম। কারো দরকার থাকলে আগের টিউন পরে নিতে পারেন এখান থেকে। কিন্তু আজ তা দেখাবো আরেক নিয়মে। পদ্ধতিটি খুবই সহজ, তাহলে শুরু করা যাক।


1.https://www.google.com/ তে যান।
2.সার্চ করুন 'Software Name 94FBR'. (এখানে Software Name -এর জায়গায় আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটির নাম দিবেন)
3. এখন দেখুন আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটির সিরিয়াল, Crack সহ ডাউনলোড লিংক আপনার কাছে পৌঁছে গেছে। উদাহরণস্বরূপ দেখুন আমি Internet Download Manager লিখে সার্চ করেছি, সাথে সাথে Internet Download Manager এর সিরিয়াল, Crack সহ লিংক এসে গিয়েছে।

No comments:

Post a Comment