Friday, 5 July 2013

এবার আপনি নিজে নিজেই তৈরি করুন একটি ব্লগ সাইট

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমরা শিখব কিভাবে Blog সাইট তৈরি করতে হয় তার নিয়ম,
তাহলে চলুন শুরু করা যাক কিভাবে Blog সাইট তৈরি করা যায় তার নিয়ম শিখি নিই।।
নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ভালো করে।
প্রথমে আপনি আপনার এড্রেসবারে http://www.blogspot.com টাইপ করুন। তারপর কি-বোর্ড থেকে Enter দিন তাহলে নিচের মত একটি পেইজ দেখতে পাবেন।


আপনার যদি Gmail একাউন্ট থাকে ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Sign in করুন।

আর যদি Gmail একাউন্ট না থেকে থাকে তাহলে নিচের নিয়মে Sign Up এ ক্লিক করে একটি একাউন্ট তৈরী করে নিন।

উপরের নিয়মে Sign up করা হয়ে গেলে কিংবা Sign in করা হলে আপনি নিচের মতো একটি পেইজ দেখতে পাবেন।

এবার পেইজের উপরের বাম দিকে New Blog এ ক্লিক করুন। তারপর যে পেইজটি আসবে সেখানে আপনার ব্লগের Title আপনার ব্লগের Address এবং যে কোন একটি টেমপ্ল্যাট সিলেক্ট করে Create Blog এ ক্লিক করুন।

ব্যাস হয়ে গেলো, আপনার একটি ব্লগ সাইট।
ইনশাআল্লাহ আগামী পর্বে কিভাবে ব্লগে পোষ্ট করতে হয় এবং কিভাবে Gif ফাইল সংযুক্ত ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।
একই নিয়মে তৈরি করা আমার ব্লগ সাইটটি দেখুন আইটি টিপস এন্ড ট্রিকস

ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ

1 comment: