Friday, 5 July 2013

জাভা ফোন হ্যাক করুনঃ উপভোগ করুন সফটওয়্যার মিনিমাইজ করার স্বাদ ।

অনেকদিন ধরেই আমার উপর জাভা ব্যাবহারকারী দের প্রচুর চাপ আসছিল, এ ব্যাপারটা নিয়ে বিস্তারিত লেখার জন্য । এ সম্পর্কে মোটামুটি ধারনা আগেই ছিল, কিন্তু সময় এর অভাবে পোস্ট করা হয়নি। এ ছাড়া ব্যাপারটা আমার কাছে প্রয়োজনের তুলনায় জটিল মনে হয়েছিল । কিন্তু অব্যাহত চাপের মুখে অবশেষে লিখতে বাধ্য হলাম।
জটিল ব্যাপারটা সহজ করে বোঝানোর চ্যালেঞ্জও ছিল। আসুন শুরু করা যাকঃ
[bg=red]Follow me[/bg]
১) আপনার PC'তে J.A.F নামের Software-টি নামিয়ে নিন।
Download link:
http://dc203.4shared.com/download/5QWxi_SU/JAF_19864_FULL_CRACK.rar?tsid=20130627-132809-cb0b4a03
২) Pc Suite দিয়ে PC'র সাথে ফোন কানেক্ট করুন। অথবা ক্যাবল দিয়ে কানেক্ট করুন ।

৩) J.A.F অপেন করুন, BB5 নামের ট্যাবে যান।
৪) নিচের অপশন গুলোতে টিক দিনঃ
i) Read pp
ii) Normal Mode
iii) CRT 308 (CRT 308 এ আগে থেকেই টিক দেয়া থাকবে)
৫) Service -এ ক্লিক করুন।
৬) *.pp ফাইলটি ডেস্কটপ-এ সেভ করুন।
৭) *.pp ফাইলটি Notepad এ অপেন করুন।
৮) যদি আপনার ফোনটি-
i) s40v3 হয়, তবে 28 1 খুঁজুন এবং একে 28 2 -এ পরিবর্তন করে দিন।
ii) s40v5 / s40v6 হয়, তবে 48 1 খুঁজুন এবং একে 48 2-এ পরিবর্তন করে দিন।
৯) *.pp ফাইলটি সেভ করে রাখুন।
১০) J.A.F অপেন করুন এবং BB5 ট্যাবে যান।
১১) নিচে দেয়া নামের অপশন গুলো টিক দিনঃ
i) Upload pp
ii) Normal Modec CRT-308 (Normal modec CRT-308 এ আগে থেকেই টিক দেয়া থাকবে)
১২) Service -এ ক্লিক করুন।
১৩) একটু আগে সেভ করা *.pp ফাইলটি সিলেক্ট করুন।
১৪) যখন Done শো করবে, তখন ডান পাশের "Drop Down Menu" থেকে "Normal Mode" সিলেক্ট করুন।
১৫) ফোন রিস্টার্ট করবে এবং"Test in RNDIS USB mode?" ,দেখাবে No সিলেক্ট করুন।
ব্যাস! আমরা এই মাত্র নোকিয়ার পারমিশন হ্যাক করলাম!
এবার ফোন তো হ্যাক হলো কিন্তু সফটওয়্যার মিনিমাইজটা শিখবেন না?
Follow me
আসুন শুরু করা যাকঃ
১) যে ফাইলটা (.jar) মিনিমাইজ করতে চান সেটা পিসি'তে কপি করে নিন।

২) WinRAR দিয়ে .jar ফাইলটি ওপেন করুন।

৩) META-INF নামক ফোল্ডারে যান, এবং অপেন করুন।

৪) Manifest.MF নামক ফাইলটি NotePad -এ অপেন করুন।

৫) অনেকগুলো কোড দেখতে পাবেন।একেবারে শেষে নতুন লাইনে নিম্নোক্ত কোডটি যুক্ত করুন।

Nokia-MIDlet-no-exit: true

তবে খেয়াল রাখবেন MID লেখাটি যাতে বড় হাতের অক্ষরের হয়।

৬) NotePad ফাইলটি সেভ করে রাখুন।

৭) WinRAR থেকে আর্কাইভটি আপডেট করার জন্য পারমিশন চাইলে ইয়েস দিন।

৮) এবার .jar ফাইলটি ফোনে কপি করুন এবং অপেন করুন।এবার Red Key চাপলে Exit করার জন্য পারমিশন চাইবে না, আবার এপ্লিকেশনে ক্লিক করলে দেখবেন সব আগের মত আছে!

তো আর কি । এখন থেকে জাভা ফোনেও সফটওয়্যার মিনিমাইজ করুন ।

বি দ্রঃ অনেক সময় করে এবং কষ্ট করে পোস্টা করলাম । তাই যদি কেও পোস্টা কপি করেন তাহলে প্লিজ এই পোস্টের লিন্কা দিয়েন ।
নোটঃ কোন সমস্যা হলে কমেন্ট করেন । ইনশাআল্লাহ সমাধান দিবো ।
পোস্টা পুর্বে http://www.TipsTune.Com এ প্রকাশিত হয়েছিলো ।
সময় পেলে ঘুরে আসবেন

No comments:

Post a Comment