Saturday, 3 August 2013

ইজিমিউট – গান থামান ফোনের উপর হাত রেখে

এন্ড্রয়েডের জন্য অনেক ভাল ভাল মিউজিক প্লেয়ার আছে, তাতে কোন সন্দেহ নেই। কিন্তু এর লক-স্ক্রীন এর কারনে কোন গান থামাতে সময় লাগে অনেক। ইজিমিউট হচ্ছে এমন একটি অ্যাপ যা কিনা আপনার এই সমস্যা ধুর করবে। এটি আপনার ফোনে চলা গান মুহূর্তের মাঝে বন্ধ করবে আপনি প্রক্সিমিটি সেন্সরের উপর হাত রাখলে, এমনকি যদি আপনার ফোন লক অবস্থায় ও থাকে।
1
তাছাড়া আপনি অ্যাপটিকে কনফিগার করতে পারবেন আপনার ভলিউম কমানো কিংবা বাড়ানোর জন্য। এটি ইনস্টল করার পর আপনাকে অ্যাপটিতে ঢুকতে হবে একবার তা চালু করার জন্য। ইজিমিউট অনেক প্লেয়ারের সাথে কাজ করে যেমন গুগল মিউজিক অথবা প্যান্ডোরা।
2
কিন্তু অ্যাপ টি চালানোর জন্য আপনার ফোনে অবশ্যই এন্ড্রয়েড ২.১ অথবা তার থেকে নতুন কোন ভার্সন থাকতে হবে এবং অবশ্যই আপনার ফোনে প্রক্সিমিটি সেন্সর থাকতে হবে। স্যামসাং গ্যালাক্সি এস৩ তে অবশ্যই প্রক্সিমিটি সেন্সর অ্যাক্টিভ করে নিতে হবে।

No comments:

Post a Comment