অ্যালুমিনিয়াম ফিনিশ, স্ট্রং বডি ও আরামদায়ক কীবোর্ড সুবিধা সহ ডেলের ইন্সপায়রন ৫৪২১ এর টেকনিক্যাল স্পেসিফিকেশন ভাল মানের হলেও আন্তর্জাতিক বাজারে এটি খুব একটা সাড়া ফেলতে পারে নি। এর মূল কারণ হচ্ছে ল্যাপটপটির ওজন অনেক বেশী।
এক নজরে দেখে নেই টেকনিক্যাল স্পেসিফিকেশন
- ব্র্যান্ড: ডেল
- মডেল: ডেল ইন্সপায়রন ৫৪২১
- প্রসেসর: থার্ড জেনারেশন ইন্টেল কোর আই৫ ৩৩৩৭U
- ক্লক স্পীড: ১.৮ গিগাহার্জ
- র্যাম: ৪ গিগাবাইট ডিডিআর থ্রি
- হার্ড ডিস্ক: ৭৫০ গিগাবাইট
- ডিসপ্লে সাইজ: ১৪ ইঞ্চি
- ডিসপ্লে টাইপ: এলইডি
- অপটিক্যাল ডিভাইস: ডিভিডি রাইটার/রিডার
- ওয়াইফাই/ইথারনেট: আছে
- ব্লুটুথ: আছে V4.0
- ওয়েব ক্যাম: ১ মেগাপিক্সেল
- কার্ড রিডার: আছে
- ব্যাকআপ টাইম: ৩ ঘন্টা
- ব্যাটরি: ৬ সেল
- অপারেটিং সিস্টেম: উইন্ডোজ সেভেন, ৮ ও জিএনইউ/লিনাক্স কম্পাটিবল
- ওজন: ২.২৯ কেজি
- ওয়ারেন্টি: ১ বছর
তবে অনেকেই আছেন মজবুত দেখে ল্যাপটপ চান ও ওজন নিয়ে মাথা ঘামান না। তাদের জন্য এই ল্যাপটপ হতে পারে আকর্ষনীয়।
কেনার পূর্বে দেখে নিন এর ভাল ও খারাপ কিছু দিক:
ভাল দিক:
১। কীবোর্ড ব্যবহার আরামদায়ক
২। দ্রুত গতির প্রসেসিং
৩। দীর্ঘ ব্যাটারী লাইফ
৪। মজবুত ও আকর্ষনীয় বডি (অ্যালুমিনিয়াম ফিনিশ)খারাপ দিক:
১। ওজন বেশী হওয়ায় সহজে বহনযোগ্য নয়
২। টাচ প্যাড রেসপনসিভনেস তুলনামূলক ভাবে খারাপ
৩। ওয়াইফাই সংযোগ দূর্বল
রায়ান্স কম্পিউটারসে এর বর্তমান দাম ৪৬,০০০ টাকা। তবে আপনি মূল্য নিয়ে দরদাম করতে পারেন।
No comments:
Post a Comment