প্রযুক্তি পণ্যের বাজারে স্যামসাং এবার নিয়ে এল বাঁকানো পর্দার ওলেড (OLED) বা অর্গানিক লাইট এমিটিং ডায়োড টেলিভিশন। ৫৫ ইঞ্চির বাঁকানো পর্দার এই টেলিভিশনের দাম ধরা হয়েছে ৮,৯৯৯ মার্কিন ডলার। যদিও টেলিভিশন কেনার জন্যে প্রায় ৯,০০০ মার্কিন ডলার খুব বেশিই হয়ে যায়। তবু স্যামসাং এখনও পর্যন্ত এক্ষেত্রে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী এলজির তুলনায় শতকরা ৪০ ভাগ কম মূল্যে বাঁকানো পর্দার টিভি বাজারে ছেড়েছে বলে দাবি করেছে। উল্লেখ্য, এলজির এই প্রযুক্তির টেলিভিশনের বর্তমান বাজার মূল্য প্রায় ১৫,০০০ মার্কিন ডলার।
স্যামসাংয়ের এই নতুন টেলিভিশনের মডেল হচ্ছে KN55S9C । প্রতিষ্ঠানটির দাবি, এটি দর্শককে দেবে টেলিভিশন দেখার এক সম্পূর্ণ আলাদা অনুভুতি। বাঁকানো পর্দার ফলে ঘরের যেকোনো অবস্থানে থাকা দর্শক কোন রকম অসুবিধা ছাড়াই ঝক্ঝকে ছবি দেখতে পারবেন। বলা হচ্ছে টেলিভিশনটির ছবি প্রদর্শনে এযাবৎকালের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায় এতে কোন কালার ফিল্টারের প্রয়োজন নেই।
এতে আরও ব্যবহৃত হয়েছে স্যামসাংয়ের মাল্টি ভিউ প্রযুক্তি। ফলে একই সাথে দুইজন ব্যক্তি ফুল এইচডি মানের ভিন্ন ভিন্ন অনুষ্ঠান দেখতে পারবেন। এটির সাহায্যে দেখা যাবে থ্রিডি সিনেমা। অত্যাধুনিক বিল্টইন সাউন্ড সিস্টেম দেবে জোরালো ও বাস্তবধর্মী শব্দ শোনার অন্যতম অনুভূতি। সব মিলিয়ে হোম থিয়েটার হিসেবে এটি দর্শককে দেবে ভিন্নতার আমেজ।
No comments:
Post a Comment