Wednesday, 11 September 2013

অক্টোবরে রবি আনছে ৩.৫ জি


আগামী অক্টোবর মাসে ৩.৫জির মাধ্যমে থ্রিজি সেবা চালু করতে যাচ্ছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড থ্রিজি নিলামের পর এখন প্রতিযোগীতায় মত্ত সকল অপারেটরগতকাল গ্রামীণফোনের থ্রিজি সেবা ঘোষণার পর আজ রবি তাদের থ্রিজি সংশ্লিষ্ট একটি সংবাদ সম্মেলনে ৩.৫ জি সেবা প্রদানের ঘোষণা দিয়েছে

গতকাল গ্রামীণফোনের ঘোষণাটি ছিল তারা অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে থ্রিজি সুবিধা চালু করবেতবে আজ এক ধাপ এগিয়ে গেল রবিরূপসী বাংলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবি ঘোষণা দিয়েছে ৩.৫ জি আনারঅক্টোবরের শুরুতে সেবাটি ঢাকা তে প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে তা চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটে বর্ধিত করা হবে

আজকে রবি আরও জানিয়েছে, বছরের শেষ নাগাদ দেশের ৩০% অঞ্চল এই সেবার আওতায় থাকবে এবং ২০১৪ এর প্রথম ভাগের মধ্যে ৩৫% অঞ্চলে সেবাটি ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে
নিলামের দিন এ বিষয়ে রবির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মাইকেল ক্যুনার বলেছিলেন, যত দ্রুত সম্ভব আমরা থ্রিজি পরিষেবা চালু করবোআর এটা নির্ভর করছে সেবা চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির অনাপত্তিপত্র হাতে পাওয়ার ওপরতবে আমরা থ্রিজি সেবা দিতে পুরোপুরি প্রস্তুত
এখন প্রশ্ন হতে পারে থ্রিজি বুঝলাম ৩.৫ জি কি? এটা এমনই একটি ডাটা টেকনোলজি যা ডিজাইন করা হয়েছে থ্রিজির থেকে উন্নতমানের পারফরম্যান্স দেয়ার জন্যএই সেবার মাধ্যমে অন্তত গ্রামীণফোন থেকে এগিয়ে থাকার প্রচেষ্টা দেখাচ্ছে রবি
এই সুবিধা ভোগ করার জন্য গ্রাহক কে নতুন করে সিম কিনতে হবে না এবং কোন প্রকার খরচ ছাড়াই থ্রিজিতে মাইগ্রেট করতে পারবেন গ্রাহক রা
রবি’র এই লাইসেন্স গ্রহণের মাধ্যমে মোবাইলে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করছিএতে দেশে তথ্য সেবার ক্ষেত্রে সক্ষমতা ও প্রসারতা বাড়বে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে- বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন তারা পরস্পর একে অপরের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাবেএই তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স রবি’র উচ্চ ক্ষমতা সম্পন্ন তথ্য সেবাকে শুধু গতিশীলই করবে না, বরং এটি আমাদের বর্তমানের বিস্তৃত, নির্ভরযোগ্য ও উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ককে পরিপূর্ণতা দিবে 


বিটিআরসি আয়োজিত তৃতীয় প্রজন্মের (থ্রিজি) তরঙ্গ বরাদ্ধ নিলাম থেকে রোববার রবি আজিয়াটা লিমিটেড ৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে
২১০০ মেগাহার্টজ ব্যান্ডের অংশ এই তরঙ্গ, থ্রিজি সুবিধার মাধ্যমে তথ্য আদান প্রদানের উদ্ভাবনী প্যাকেজের মাধ্যমে এই খাতে রবি তার অবস্থান উন্নত ও বিস্তৃত করবে 
২০১৪ সালের প্রথম প্রান্তিকের মধ্যে ৩৫ শতাংশ থ্রি-জি সুবিধার আওতাভুক্ত হবেথ্রিজি প্রযুক্তি খাতে রবি ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে
রবি’র চিফ টেকনোলজি অফিসার একেএম মোরশেদ বলেন, থ্রিজি’র চেয়ে ৩.৫ জি’র মাধ্যমে বেশি স্পিড পাবেন গ্রাহকরা
এই সেবার মাধ্যমে অন্তত গ্রামীণফোন থেকে এগিয়ে থাকার প্রচেষ্টা দেখাচ্ছে রবি

No comments:

Post a Comment