Tuesday 24 September 2013

ব্লগে ট্রাফিক বাড়াতে ১৫ টিপস!


ব্লগিং করছেন বা শুরু করবেন এমন অনেকেই আমাদের কাছে জানতে চান কিভাবে ব্লগে ভিজিটর বাড়ানো যায়। আমরা ইনডিভিজ্যুয়াল ভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজ আমাদের সকল ফ্যানদের জন্য বিষয়টি শেয়ার করছি। যারা এই পেশায় আছেন বা ব্লগিং শুরু করতে চান আশাকরি তাদের কাজে লাগবে।
blog-300x200
১. নিয়মিত ইউনিক কনটেন্ট প্রকাশ করুন।
২. ব্লগকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করুন।

৩. ব্লগরোল ব্যবহার করুন ও আপডেটের রাখুন।
৪. নিজের এবং রিলেটেড অন্য ব্লগে কমেন্ট করুন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিন।
৫. ব্লগের আরএসএস ফিড সেটিং করুন।
৬. লিংকস ও ট্রাকব্যাক ব্যবহার করুন।
৭. প্রতিটি পোস্টে অবশ্যই ট্যাগ ব্যবহার করুন।
৮. বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনার পোস্ট সাবমিট করুন।
৯. সার্চ ইঞ্জিনের থেকে ট্রাফিক আনার জন্য মেইন কিওয়ার্ড ও রিলেটেড কিওয়ার্ড অনুয়ায়ী পোস্ট লিখুন।
১০. ছবি দিতে ভুলবেন না।
১১. গেস্ট ব্লগিং করুন এবং আপনার ব্লগে গেস্ট ব্লগিংয়ের সুযোগ রাখুন।
১২. ফোরাম, ওয়েব রিং ও অনলাইন গ্রুপে যোগাযোগ সংযুক্ত থাকুন।
১৩. ইমেইল সিগনেচার, বিজনেস কার্ডের মাধ্যমে ব্লগ প্রমোট করতে পারেন।
১৪. আপনার ব্লগে নির্দিষ্ঠ মেয়াদে ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করুন।
১৫. অফলাইনে বিভিন্ন মানুষের সাথে শেয়ার করুন।

4 comments:

  1. how can i do it for http://template-park.com/ ?

    ReplyDelete
  2. Thank Your for your awesome tips. Really important for any bloger or site woner

    ReplyDelete
  3. The Zune concentrates on being a Portable Media Player. Not a web browser. Not a game machine. Maybe in the future itll do even better in those areas, but for now its a fantastic way to organize and listen to your music and videos, and is without peer in that regard. The iPods strengths are its web browsing and apps. If those sound more compelling, perhaps it is your best choice.
    Great post. The tips and the ideas given in the post seems to be very much informative and useful for the job seekers. Thank you for such a good post.
    obst und gemüsereiniger

    ReplyDelete